আপন কথা
২০২১, গল্পদ্রুমের বছর
অশনি আঘাত হানে দুয়ারে আসি
আনকোরা নতুন বৈদ্যুতিন বই পরিবেশনের সংকল্প নিয়ে যাত্রা শুরু করেছে গল্পদ্রুম।
প্রাপ্তবয়স্কদের জন্য “রূপকথা” বাংলা সাহিত্যে অপ্রতুল; আপাতত এ ঘরানার বই পরিবেশনই গল্পদ্রুমের লক্ষ্য।
আমরা শুধু পিডিএফ কাঠামোয় বই পরিবেশন করবো।
প্রিয় পাঠিকা-পাঠকবৃন্দ, পাশে থাকুন। ধন্যবাদ।
সম্পাদক, গল্পদ্রুম
কী করতে চাই
“বড়দের রূপকথা” ঘরানায় নতুন ধরনের বই পরিবেশন।
কী দেখতে চাই
সাহিত্যের স্বল্পচর্চিত শাখাগুলোয় সাধ্যমতো নতুন রসসঞ্চার।
যা না হলেই নয়
- সরসতা
- গতি
- ক্রমশ উন্নতি